মুক্তবার্তা ডেস্ক: মিয়ানমার থেকে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের সার্বিক অবস্থা অনেকটাই স্বস্তিদায়ক। আশ্রয়কেন্দ্র নির্মাণ, ত্রাণসামগ্রী বিতরণ, চিকিৎসা সেবা ও নিবন্ধন কার্যক্রম অব্যাহত থাকায় রোহিঙ্গারা এখন অনেকটাই সন্তুষ্ট।
কক্সবাজার ও উখিয়ায় ১২ টি পয়েন্ট থেকে সেনাবাহিনীর তত্ত্বাবধানে সুশৃঙ্খলভাবে ত্রাণ বিতরণ চলছে। সেই সাথে চলছে ক্যাম্পের অভ্যন্তরীণ সড়ক নির্মাণের কাজও।
স্থানীয় সরকার বিভাগের আওতায় রোহিঙ্গা ক্যাম্প এলাকায় সুপেয় পানির জন্য তিন হাজার নলকূপ, পাঁচ হাজার ল্যাট্রিন নির্মাণের কাজ শুরু হয়েছে। ত্রাণ বিতরণে সুবিধার জন্য বিভিন্ন ক্যাম্পের অভ্যন্তরীণ ১০টি রাস্তার নির্মাণ কাজ শেষ পর্যায়ে।
এদিকে সোমবার রাতে কক্সবাজারের উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প থেকে আটক করা ১৫০ জনকে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দিয়েছে পুলিশ।।