মুক্তবার্তা ডেস্ক:আগামী অর্থবছর থেকে সঞ্চয়পত্রের সুদের হার কমানোর ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এই হার কত হবে, সেটি নির্দিষ্ট না করলেও তিনি বলেছেন, ব্যাংক ঋণের সুদের চেয়ে সঞ্চয়পত্রের সুদের হার হবে দুই শতাংশ বেশি। বর্তমানে ব্যাংকগুলোতে আমানতের সুদের হার ৪ থেকে ৬ শতাংশের মধ্যে।
মঙ্গলবার জাতীয় সংসদে দেয়া বক্তব্যে এ কথা বলেন অর্থমন্ত্রী। তিনি বলেন, ‘মার্কেটে যা আছে, আমাদের সুদের হার তার চেয়ে দুই পারসেন্ট মিনিমাম বেশি রাখা দরকার এবং সেই অনুযায়ী এই হার নির্ধারণ করা হবে যথা সময়ে।’
সরকার বাজেট ঘাটতি মেটাতে যেসব উদ্যোগ নেয় তার একটি হল জনগণের কাছ থেকে টাকা তোলা। এ জন্য বিক্রি করা হয় বিভিন্ন ধরনের সঞ্চয়পত্র। মেয়াদ অন্তুর একটি নির্দিষ্ট হারে সুদ দেয়া হয় এ জন্য। লাভের টাকা তিন মাস অন্তরও তোলা যায়।
চলতি অর্থবছর পর্যন্ত বিভিন্ন ধরনের সঞ্চয়পত্রে সুদের হার নির্দিষ্ট করা আছে ১১ থেকে ১২ শতাংশ। তবে এটি দুই বছর আগে আরও বেশি ছিল। ২০১৫ সালের ১০ মে সব ধরনের সঞ্চয়পত্রের সুদের হার গড়ে ২ শতাংশ করে কমিয়েছিল সরকার।