‘সংসদ নির্বাচনে ইভিএমের পক্ষে আ. লীগ’

মুক্তবার্তা ডেস্ক:আওয়ামী লীগের সাধারণ সম্পাদক,  সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন ইলেকট্রনিক ভোটিং মেশিন ( ইভিএম)  ইভিএম ব্যবহার করার পক্ষে আওয়ামী লীগ।

আজ শনিবার দুপুরে রাজধানীর মহানগর নাট্যমঞ্চের কাজী বশির উদ্দিন মিলনায়তনে বাংলাদেশ চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতির সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

কাদের বলেন, আমরা মনে করি ইভিএম পদ্ধতি একটি আধুনিক পদ্ধতি এবং প্রযুক্তিগতভাবে এতে ভুল হওয়ার সম্ভবনা নেই। এই পদ্ধতিতে নির্বাচন হলে নির্ভুল এবং নিরপেক্ষ ফলাফল পাওয়া যাবে।

তিনি বলেন,  ভালো কোনো কিছু করতে গেলেই বিএনপি বলে মানি না, মানবো না। ইভিএমের মতো একটি পদ্ধতির বিরোধিতা তারা করে যাচ্ছে। এটা সিদ্ধান্ত নিবে নির্বাচন কমিশন। কিন্তু আমাদের দলীয় অবস্থান ইভিএমের পক্ষে, তা দেশবাসী এবং নির্বাচন কমিশনকে জানানোর অধিকার আমাদের রয়েছে।

আ. লীগ সাধারণ সম্পাদক বলেন, আমাদের প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় আগামী নির্বাচনে ইথিএম ব্যবহারের প্রস্তাব করেছেন। আর আমরাও তা সমর্থন করেছি।

কাদের আরো বলেন, দেশে জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতা উগ্রবাদীদের নিয়ে খালেদা জিয়ার ভিশনে কিছু নেই। সাম্প্রদায়িকতার কোনো কথা নেই। তার মানে, এ দেশে জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতা উগ্রবাদীদের পৃষ্টপোষকতা করছে বিএনপি। এই ভিশনের মাধ্যমে এটাই তারা প্রমাণ করে দিয়েছে।

সরকারি কর্মচারী সমিতির এই সম্মেলনে আরও বক্তব্য রাখেন- আওয়ামী লীগ নেতা মোস্তফা জালাল মহিউদ্দিন, এ কে এম এনামুল হক শামীম, শাহে আলম মুরাদ প্রমুখ।

Related posts

Leave a Comment