সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী

মুক্তবার্তা ডেস্ক:ভারত সফর নিয়ে সংবাদ সম্মেলনে এলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকাল সাড়ে চারটায় গণভবনে এই সংবাদ সম্মেলন শুরু হয়।

গত শুক্রবার সকালে চার দিনের সফরে ভারত যান প্রধানমন্ত্রী। পরদিন দেশটির সঙ্গে বেশ কিছু চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়।

বাংলাদেশের কোনা প্রধানমন্ত্রীর ভারত সফর বরাবরই রাজনীতিতে আলোচনার কেন্দ্রে থাকে। এবারও তার ব্যতিক্রম হয়নি। বিশেষ করে বিএনপি ভারতের সঙ্গে সমঝোতা স্মারক সই নিয়ে সরকারকে মৌখিক আক্রমণ করেছে। দলটির অভিযোগ সরকার দেশকে বেচে দিয়েছে।

সংবাদ সম্মেলনের শুরুতে প্রধানমন্ত্রী তার লিখিত বক্তব্য উপস্থাপন করছেন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত প্রশ্ন পর্ব চলছে ।

Related posts

Leave a Comment