মুক্তবার্তা ডেস্ক:জাতীয় সংসদের ষোড়শ অধিবেশন বসছে আজ দুপুরে । এই অধিবেশনেই আগামী ১ জুন ২০১৭-১৮ অর্থবছরের বাজেট প্রস্তাব উত্থাপন করবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
মঙ্গলবার বেলা ১১টায় সংসদের বৈঠক বসার আগে কার্য উপদেষ্টা কমিটিতে অধিবেশনের মেয়াদ ঠিক হবে। এছাড়া বাজেটের ওপর আলোচনার সময় নির্ধারণ করা হবে।
আগামী অর্থবছরের বাজেটের সম্ভাব্য আকার চার লাখ কোটি টাকার ওপর হবে বলে অর্থমন্ত্রী এরইমধ্যে জানিয়েছেন। ২৯ জুন বাজেট পাস হওয়ার কথা রয়েছে। ৩০ জুনের মধ্যে বাজেট পাসের বাধ্যবাধকতা রয়েছে। বাজেট অধিবেশন সাধারণত দীর্ঘ সময় হয়ে থাকে। গত বছর বাজেট অধিবেশন ৩২ কার্যদিবসের ছিল।