শ্রীলঙ্কা একাদশের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

মুক্তবার্তা ডেস্ক:শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মাঠে নামার আগে নিজেদের ঝালিয়ে নিতে শ্রীলঙ্কা প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে আজ মাঠে নামছে বাংলাদেশ। টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়ে বাংলাদেশ। কলম্বো ক্রিকেট ক্লাব মাঠে অনুষ্ঠিত হচ্ছে এই প্রস্তুতি ম্যাচ।

দলে নেই বাংলাদেশেরন চার তারকা তামিম ইকবাল, সাকিব আল হাসান, মোস্তাফিজুর রহমান এবং শুভাশিস রায়। এদিকে বাংলাদেশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে কুসল জানিথ পেরেরা, দিলশান মুনাবিরা, ধনঞ্জয়া ডি সিলভা, চতুরঙ্গা ডি সিলভা, থিসারা পেরেরা, দাসুন শানাকা, সচিথ পাথিরানাদের উপস্থিতিতে শক্তিশালী দলই ঘোষণা করেছে শ্রীলঙ্কা।

শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-১ সমতায় শেষ হলেও ওয়ানডে সিরিজ জিততে মরিয়া বাংলাদেশ। সেই লক্ষ্যে প্রস্তুতি ম্যাচে নিজেদের ঝালিয়ে নিতে চায় মাশরাফিবাহিনী।

Related posts

Leave a Comment