মুক্তবার্তা ডেস্ক: চাঁদাবাজি মামলায় গাজীপুরের শ্রীপুরে সহযোগীসহ বরমী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রাজ্জাক বেপারীকে (৫২) গ্রেফতার করেছে পুলিশ। শনিবার ভোরে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার রাজ্জাক বেপারী উপজেলার বরমী ইউনিয়নের মৃত আক্কাস আলী বেপারীর ছেলে। গ্রেফতার অন্যজন একই এলাকার মৃত আব্দুল মজিদের ছেলে নজরুল ইসলাম (২৯)।
শ্রীপুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আবুল হাসন জানান, শ্রীপুর থানায় তাদের বিরুদ্ধে একাধিক চাঁদাবাজি মামলা রয়েছে। শনিবার ভোরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে।