মুক্তবার্তা ডেস্ক: ঝিনাইদহ-১ আসনের সাবেক সংসদ সদস্য এবং শৈলকুপা উপজেলা বিএনপি নেতা আব্দুল ওহাবের কারাদণ্ডের প্রতিবাদে শৈলকুপায় আধাবেলা হরতাল চলছে। উপজেলা বিএনপির ডাকা আধাবেলা হরতাল চলছে ঢিলেঢালাভাবে।
মঙ্গলবার সকাল ছয়টা থেকে শুরু হওয়া এই হরতাল চলবে বেলা ১২টা পর্যন্ত।
সকাল থেকে হরতাল শুরু হলেন বিএনপির নেতাকর্মীদের কোথাও মিছিল বা সমাবেশ করতে দেয়া হয়নি। শহরে যান চলাচল অনেকটা স্বাভাবিক রয়েছে। অভ্যন্তরীণ ও দূরপাল্লার রুটে সব ধরনের যানবাহন চলাচলও স্বাভাবিক আছে। খোলা রয়েছে অধিকাংশ দোকানপাট।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, যে কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।