মুক্তবার্তা ডেস্কঃ বাঙালির স্মৃতিপটের সবচেয়ে মর্মবিদারী দুটি ঘটনার সাক্ষী আগস্ট মাস। এই মুহূর্তে শোক ও বেদনায় মুহ্যমান হয়ে গভীর শ্রদ্ধায় স্মরণ করি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতাসহ ঘুমন্ত নিরস্ত্র তাঁর পরিবারের অন্য সকল সদস্যেকে। একই সাথে গভীর শ্রদ্ধায় স্মরণ করি ২১ আগস্ট গ্রেনেড হামলায় আইভি রহমানসহ যারা নির্মমভাবে প্রাণ দিয়েছেন।
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।