শেষ হল খালেদার গুলশান কার্যালয়ে তল্লাশি

মুক্তবার্তা ডেস্ক:বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে তল্লাশি সমাপ্ত করেছে পুলিশ। আজ শনিবার সকাল আটটা থেকে শুরু হওয়া তল্লাশি দেড় ঘণ্টার কিছু বেশি সময় ধরে চলে।

সেখানে অভিযান চালিয়ে পুলিশ কিছুই পায়নি বলে দাবি করেছের বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। তবে এ বিষয়ে পুলিশ কোনও মন্তব্য করেনি।

শনিবার সকাল ৮টার দিকে গুলশানের ওই কার্যালয়ে পুলিশ তল্লাশি শুরু করে। গুলশান থানার ওসি আবু বকর সিদ্দিক জানান, ‘খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে রাষ্ট্রবিরোধী ও নাশকতা চালানোর মতো জিনিস রয়েছে এই মর্মে সার্চ ওয়ারেন্ট রয়েছে। সেজন্য তল্লাশি চালানো হচ্ছে।’

কার্যালয়ের সামনের ব্যারিকেড সরিয়ে নিয়েছে পুলিশ। তল্লাশি চালিয়ে কিছু পাওয়া গেছে কি না তা পুলিশের পক্ষ থেকে জানা যায়নি।

শনিবার সকাল ৮টার দিকে খালেদা জিয়ার মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান পুলিশ প্রবেশের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘কিছুক্ষণ আগে ম্যাডামের কার্যালয়ে পুলিশ ঢুকেছে। তবে কেন এবং কী কারণে তারা এখানে এসেছে আমরা তা জানি না।’

Related posts

Leave a Comment