শেষ অপারেশন ‘সাটল স্প্লিট’

মুক্তবার্তা ডেস্ক:ঝিনাইদহ সদর  লেবুতলার জঙ্গি আস্তানায় ‘অপারেশন সাটল স্প্লিট’ শেষ হয়েছে। থেমে থেমে ৭টি গ্রেনেড ও ১টি বোমা বিস্ফোরণ ঘটানোর মধ্য দিয়ে এ অপারেশনের সমাপ্তি ঘোষণা করেন খুলনা রেঞ্জ ডিআইজি দিদার আহমেদ।

তিনি প্রেস ব্রিফিংয়ে জানান, কুমড়াবাড়িয়া ইউনিয়নের লেবুতলা গ্রামে ‘অপারেশন সাটল স্প্লিট’ শেষ হয়েছে। সকালে জেলার সদর উপজেলার লেবুতলায় ‘অপারেশন সাটল স্প্লিট’ অভিযানের দ্বিতীয় অংশ শুরু হয়।

গতকালই সেখান থেকে ৭টি গ্রেনেড, ১টি বোমা, ১টি ৯ এমএম পিস্তল ও তিন রাউন্ড গুলি পাওয়া গিয়েছিল। পরে ঢাকা থেকে আগত কাউন্টার টেরেরিজমের ইউনিটের বোমা নিষ্ক্রিয়কারী একটি দল ৭টি গ্রেনেড ও ১টি বোমা বিস্ফোরণ ঘটায়।

Related posts

Leave a Comment