মুক্তবার্তা ডেস্ক: শেরপুরের শ্রীবরদীতে যৌতুক না পেয়ে স্বামী তার স্ত্রীকে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। নিহতের নাম সাবিনা।
সোমবার দুপুরে ওই গৃহবধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ঘটনার পরপরই গা ঢাকা দিয়েছে ঘাতক স্বামী সুন্দর আলী।
নিহত সাবিনার ভাই রহিম উদ্দিনের অভিযোগ, বিয়ের পর সাবিনার স্বামীকে ৫০ হাজার টাকা যৌতুক দেন। এরপর আরও টাকা দাবি করে সুন্দর আলী মাঝে মধ্যেই তাকে (সাবিনা) মারধর করতো। রবিবার দিবাগত রাতে সুন্দর আলী তার গলায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে হত্যা করে। পরে আশেপাশের বাড়ির লোকজন বিছানায় সাবিনার নিথর দেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
স্থানীয়রা জানান, পুরান শ্রীবরদী গ্রামের মফিজল হকের ছেলে সুন্দর আলীর সাথে প্রায় এক বছর আগে জামালপুর জেলার বকশিগঞ্জের শেখেরচর পূর্বপাড়া গ্রামের ভটটু মিয়ার মেয়ে সাবিনার বিয়ে হয়।
শ্রীবরদী পুলিশের উপ-পরিদর্শক আকতার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় একটি হত্যা মামলা করা হয়েছে।