শেখ হাসিনা হ্যাটট্রিক প্রধানমন্ত্রী হবেন: স্বরাষ্ট্রমন্ত্রী

মুক্তবার্তা ডেস্ক:  আগামী জাতীয় সংসদ নির্বাচন আওয়ামী লীগই জিতবে এবং শেখ হাসিনা টানা তৃতীয় দফা প্রধানমন্ত্রী হবেন বলে ভবিষ্যতবাণী করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
রবিবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের শোক দিবসের আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘শেখ হাসিনার অধীনেই আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে শেখ হাসিনা হ্যাটট্রিক প্রধানমন্ত্রী হবেন।

মন্ত্রী বলেন, ‘ইতিহাস কাউকে ক্ষমা করে না। যারা বঙ্গবন্ধুকে হত্যা করার মাধ্যমে দেশের ইতিহাস, বঙ্গবন্ধুরর ইতিহাস ও আওয়ামী লীগের ইতিহাসকে মুছে দিতে চেয়েছিল তারা ব্যর্থ হয়েছে। দেশের জনগণ তাদের আর ক্ষমতায় দেখেতে চায় না।’

ছাত্রলীগকে উদ্দেশ্য করে কামাল বলেন, ‘তোমরা এমন কোন কাজ করবে না যাতে আমরা সাবেক নেতা হিসেবে বিব্রত হই।’

‘দেশে আইএস, আল-কায়েদা বলে কিছু নেই’ মন্তব্য করে মন্ত্রী বলেন, ‘দেশের অভ্যন্তরে ঘাপটি মেরে থেকে দেশীয় একটি মহল অস্থিতিশীর করতেই একের পর এক হত্যাকা- ঘটায়। এরাই আবার উদ্দেশ্য প্রণোদিতভাবে আইএস, আল কায়েদা বলে প্রচার করে থাকে। কিন্তু জনগণ আমাদের সাথে আছে বলেই আমরা এসব ষড়যন্ত্র মোকাবেলা করতে পারছি।’

Related posts

Leave a Comment