মুক্তবার্তা ডেস্ক:আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৩৭ তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আনন্দ মিছিল করেছে ছাত্রলীগ। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র (টিএসসি) থেকে শুরু হয়ে শাহবাগ প্রদক্ষিণ করে আবার রাজু ভাস্কর্য হয়ে মধুর ক্যান্টিনে গিয়ে শেষ হয়।
বুধবার বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইনের নেতৃত্বে এই শোভাযাত্রা শুরু হয়। ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক, জনদুর্ভোগ কমাতে পূর্বঘোষিত অঙ্গীকার অনুযায়ী এবার মূল সড়কে শোভাযাত্রা করেনি করেনি ছাত্রলীগ।
শোভাযাত্রা শেষে জাকির হোসাইন বলেন, ‘বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের মধ্যেমে দেশে ৭৫ পরবর্তী যে নেতৃত্বেও শূন্যতা সৃষ্টি হয়েছিল তা পূরণ হয়েছিল। তার স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র কওে সেদিন ছাত্রলীগের নেতাকর্মী বিপুল আনন্দ উৎসাহে, হাজারো স্লোগানের মাধ্যমে তাকে বরণ করে নিয়েছিল।