শুরুতে নিষেধাজ্ঞার শেকলে আটকা

মুক্তবার্তা ডেস্ক: শুরুতে নিষেধাজ্ঞার শেকলে আটকা পড়েছিলেন রিয়াল মাদ্রিদের পর্তুগীজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। সে সময় পার করে মাঠে ফিরেন সিআর সেভেন। মাঠে ফিরলেও গোলের দেখা পাচ্ছেন না তিনি। অবশ্য চ্যাম্পিয়নস লিগে আছেন ফর্মে। কিন্তু স্প্যানিশ লা লিগায় নিয়মিত সুযোগ নষ্ট করে হতাশার বৃত্তে ‘আটক’ হয়ে আছেন পাঁচবারের এই বর্ষসেরা ফুটবলার।

গেল রাতে ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে মার্কো অ্যাসেনসিও, ইসকো ও ক্যাসেমিরোর গোলে পালমাসকে ৩-০ ব্যবধানে পরাজিত করে জিনেদিন জিদানের দল। লা লিগায় জিরোনা আর চ্যাম্পিয়নস লিগে টটেনহ্যাম হটস্পারের কাছে টানা দুই ম্যাচ হেরে চাপেই ছিল রিয়াল মাদ্রিদ। অবশেষে পালমাসকে গুঁড়িয়ে দিয়ে জয়ে ফিরল দুই টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়নরা।

রিয়ালের জয়ে ফেরার রাতে মলিন মুখেই মাঠ ছাড়তে হয়েছে রোনালদোকে। পালমাসের বিপক্ষে নষ্ট করেছেন বেশ কয়েকটি সুযোগ। এ পর্যন্ত ৭ ম্যাচ খেলে গোল করেছেন মাত্র একটি। অথচ মাত্র ক’দিন আগে হাসিমুখেই বর্ষসেরার মুকুট শোকেসে সাজালেন ক্রিস্টিয়ানো রোনালদো। হয়তো রোনালদো ভেবেছিলেন সেরার খেতাব জিতে মাঠেও সেরা কিছু দেখাবেন সমর্থকদের। কিন্তু রোনালদোর সে আশার দেয়ালে বারবার ধাক্কা দিচ্ছে বেরসিক হতাশা।

চলতি বছর এখন পর্যন্ত সব প্রতিযোগিতা মিলে ১৭ ম্যাচে ১২ গোল ৩ অ্যাসিস্ট রোনালদোর নামের পাশে। যার মধ্যে দেশের জার্সিতে করেছেন ৯টি গোল। চ্যাম্পিয়নস লিগে ৬টি আর ১টি করে গোল করেছেন লা লিগা এবং স্প্যানিশ সুপার কাপে।

Related posts

Leave a Comment