মুক্তবার্তা ডেস্ক:বলিউড অভিনেত্রী শিল্পী শেঠীর বিরুদ্ধে অর্থ জালিয়াতির অভিযোগ আনা হয়েছে। এই অভিযোগ তার স্বামীর রাজ কুন্দ্রার বিরুদ্ধেও আনা হয়েছে। এই ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা হয়েছ।
জানা যায়, অর্থ আত্মসাতের অভিযোগে শিল্পা শেঠী এবং তার স্বামীর নামে মহারাষ্ট্র পুলিশ ভিন্ডি পুলিশ স্টেশনে একটি ফৌজদারি মামলা দায়ের করেন। মুম্বাইয়ের একজন টেক্সটাইল ফার্মের মালিককে ২৪ লক্ষ টাকা প্রতারণার অভিযোগে মামলা দায়ের করা হয় বলিউডের এই তারকা দম্পতির নামে।
শিল্পা এবং রাজ দম্পতির নামে এফআইআর নিবন্ধিত হয়েছে বলে নিশ্চিত করেছেন ডেপুটি পুলিশ কমিশনার মনোজ পাতিল। তিনি জানান তাদের নামে ইন্ডিয়ান পেনাল কোডের সেকশন ৪০৬ এবং ৪২০ এর ধারায় আস্থা লঙ্ঘন এবং প্রতারণার অভিযোগ আনা হয়েছে।
শিল্পা শেঠী এবং তার স্বামী রাজ কুন্দ্রা মুম্বাইয়ের এই ব্যবসায়ীর পক্ষে টাকাগুলো সংগ্রহ করে পরে তাকে তার প্রাপ্ত অর্থ আর ফেরত দেয়নি। এমনটাই অভিযোগ অভিযুক্ত করা হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ থেকে ২ বছরের জন্য বাতিল ঘোষিত হওয়া দল ‘রাজস্থান রয়ালস’ এর ফ্র্যাঞ্চাইজি শিল্পা এবং রাজ দম্পতিকে।