মুক্তবার্তা ডেস্ক:সিলেটের দক্ষিণ সুরমার আতিয়া মহলে জঙ্গিবিরোধী অভিযানের সময় জোড়া বিস্ফোরণে হতাহতের ঘটনায় মামলা করেছে পুলিশ। নগর পুলিশের মোগলাবাজার খানার এসআই শিপলু চৌধুরী বাদী হয়ে সোমবার ভোর রাতে এই মামলা দায়ের করেন। মোগলাবাজার থানার ওসি খায়রুল ফজল বলেন, হত্যা ও বিস্ফোরক আইনে দায়ের করা এ মামলায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়েছে।
ওই জোড়া বিস্ফোরণে দুই পুলিশসহ ছয়জন নিহত হন। র্যাবের গোয়েন্দাপ্রধানসহ ৩০ থেকে ৩৫ জন আহত হন বলে উল্লেখ করা হয়েছে মামলার এজাহারে।
“আসামির কোনো সংখ্যা এজাহারে উল্লেখ করা হয়নি। আমরা গতকালই কাজ শুরু করেছি।” গত বৃহস্পতিবার গভীর রাতে দক্ষিণ সুরমার শিববাড়িতে আতিয়া মহল নামের একটি পাঁচ তলা ভবন জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে ফেলে পুলিশ। শনিবার সকালে সেখানে শুরু হয় সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্যাটালিয়নের ‘অপারেশন টোয়াইলাইট’।
ওইদিন কমান্ডোরা বাড়ির ভেতরে আটকে পড়া ৭৮ জনকে উদ্ধার করে আনেন। সন্ধ্যায় সেনাবাহিনীর পক্ষ থেকে সাংবাদিকদের ব্রিফ করার পরপরই কাছের পাঠানপাড়ায় বিস্ফোরণের বিকট শব্দ পাওয়া যায়।
বিস্ফোরণের শব্দ শুনে অভিযানস্থল থেকে পুলিশ ও র্যাব সদস্যরা সেখানে ছুটে যান। শিববাড়ির মূল সড়ক থেকে ওই জঙ্গি আস্তানার দিকে যে রাস্তাটি গেছে, তার কাছেই দ্বিতীয় বিস্ফোরণটি ঘটে।