শিখা অনির্বাণে ভারতীয় সেনাপ্রধানের শ্রদ্ধা

মুক্তবার্তা ডেস্ক:ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে একাত্তরের মহান মুক্তিযুদ্ধে নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ সফররত ভারতীয় সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত। শনিবার সকাল পৌনে আটটার দিকে তিনি ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

এরপর সকাল আটটায় সেনানিবাসের সেনাকুঞ্জে বাংলাদেশ সেনাবাহিনীর একটি চৌকস দল বিপিন রাওয়াতকে গার্ড অব অর্নার দেয়। এরপর ভারতীয় সেনাপ্রধান সেনাকুঞ্জে একটি গাছের চারা রোপণ করেন। সকাল সোয়া আটটার দিকে সেনা সদর দপএর বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বিপিন রাওয়াত। এরপর তিনি গাইবান্ধার গোবিন্দগঞ্জে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময়ের একটি যুদ্ধক্ষেত্র ও বগুড়া সেনানিবাস পরিদর্শন করবেন।

এছাড়া বিকাল তিনটায় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের কথা রয়েছে ভারতীয় সেনাপ্রধানের।

জেনারেল বিপিন রাওয়াত তিন দিনের রাষ্ট্রীয় সফরে সস্ত্রীক ঢাকায় এসেছেন। তার সঙ্গে চার সদস্যের একটি প্রতিনিধি দল আছেন। বিশেষ বিমানযোগে শুক্রবার সকালে ঢাকায় পৌঁছান তিনি। সফর শেষে আগামী ২ এপ্রিল ঢাকা ত্যাগ করবেন ভারতীয় সেনাপ্রধান।

Related posts

Leave a Comment