মুক্তবার্তা ডেস্ক:বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, আমি শিক্ষাবিদ নই কিন্তু বিভিন্ন মেয়াদে রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে দেখেছি শিক্ষা ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন প্রয়োজন।
শনিবার বিকেলে ঢাকা লেডিস ক্লাবে ‘বাংলাদেশের বর্তমান শিক্ষা ব্যবস্থা ও আমাদের ভবিষ্যৎ’ শীর্ষক দিনব্যাপী সেমিনারের সমাপনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, শিক্ষা ব্যবস্থায় এমন পরিবর্তন প্রয়োজন যা দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষাকে প্রতিফলিত করবে, শিক্ষার সুফল সব মানুষের জীবনে পৌঁছাবে। শিক্ষা হবে আন্তর্জাতিক পরিমণ্ডলে উন্নত জাতি হিসেবে আমাদের পরিচিতি ও মাধ্যম। শুধু সীমিত লোকের অর্থ ও বিত্ত দিয়ে আমরা এই পরিচিতি অর্জন করতে পারব না।
বিস্তারিত আসছে…