শিক্ষার্থীদের নিয়ে কটূক্তি: উত্তাল নজরুল বিশ্ববিদ্যালয়

মুক্তবার্তা ডেস্ক:ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার খন্দকার এহসান হাবীব পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ‘গরু’ বলে আখ্যায়িত করায় তার স্থায়ী পদত্যাগের দাবিতে দ্বিতীয় দিনের মতো শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বর্জন করে বিক্ষোভ মিছিল করেছে।

বৃহস্পতিবার থেকে বিশ্ববিদ্যালয়ের প্রায় চার হাজার শিক্ষার্থী এ বিক্ষোভ মিছিলে অংশ নেন। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়।

এসময় বিশ্ববিদ্যালয়ের  উত্তেজিত শিক্ষার্থীরা বিভিন্ন জায়গায় টায়ারে আগুন জ্বালিয়ে প্রতিবাদ জানান। এই সময় ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় ।

পরে শিক্ষার্থীরা সহকারী রেজিস্ট্রার এহসান হাবীবের স্থায়ী পদত্যাগের দাবিতে উপাচার্য বারাবর আল্টিমেটাম দিয়ে স্মারকলিপি জমা দেন।

আন্দোলনরত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানান, এক কর্ম দিবসের মাঝে যদি তাদের দাবি আদায় না হয়, তবে ক্লাস-পরীক্ষা বর্জন করে  বিশ্ববিদ্যালয় অচল করে দেয়া হবে।

Related posts

Leave a Comment