শিক্ষার্থীকে উপবৃত্তি দিলেন প্রধানমন্ত্রী

মুক্তবার্তা ডেস্ক:মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ১ কোটি ৩০ লাখ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মায়েদের কাছে উপবৃত্তির টাকা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ উপবৃত্তির টাকা দেন। রূপালী ব্যাংকের সিওর ক্যাশ সার্ভিসের মাধ্যমে শিক্ষার্থীদের মায়েরা এ টাকা উত্তোলন করতে পারবেন।

এ সময় ছোট ছেলেমেয়েদের দেশপ্রেম ও মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে তোলারও আহ্বান জানান শেখ হাসিনা।

তিনি জানান, দেশের প্রত্যেক মায়ের তার সন্তানের উপবৃত্তির টাকা পেতে যাতে কোনো সমস্যা না হয়, সেজন্য মোবাইল ফোনের মাধ্যমে উপবৃত্তির টাকা দেয়া হচ্ছে।

শেখ হাসিনা বলেন, ডিজিটাল বাংলাদেশের যে ভিশন, তা আমরা বাস্তবায়ন করে যাচ্ছি। আর তার সুবিধা গ্রামের মানুষ পেতে শুরু করেছে।

ছেলেমেয়েরা যেন বিপথে না যায়, সেজন্য অভিভাবকদের সতর্ক থাকারও তাগিদ দেন প্রধানমন্ত্রী।

Related posts

Leave a Comment