শিক্ষক শ্যামল কান্তি ভক্তের নিঃশর্ত মুক্তি দাবি

মুক্তবার্তা ডেস্ক:নারায়ণগঞ্জের পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন বাংলাদেশ হিন্দু পরিষদ। শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ হিন্দু পরিষদের সাধারণ সম্পাদক সাজন কুমার মিশ্র বলেন, মিথ্যা অভিযোগে আটক শিক্ষক শ্যামল কান্তি ভক্তের নিঃশর্ত মুক্তি ও সারাদেশে হিন্দু নির্যাতনের প্রতিবাদ জানাচ্ছি।

তিনি বলেন, মিথ্যা গুজব ছড়িয়ে সারাদেশে মন্দির-প্রতিমা ভাঙচুর, জোরপূর্বক জমি দখল, বাড়িঘরে অগ্নি-সংযোগ, লুটপাট ও শ্লীলতাহানি করে দেশ থেকে হিন্দু জনগোষ্ঠী উৎখাতের ষড়যন্ত্র চলছে।

তিনি আরও বলেন, শুধু নারায়ণগঞ্জের শ্যামল কান্তি নয়, সারাদেশ আজ হিন্দু নির্যাতনের অভয়ারণ্যে পরিণত হয়েছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই।

Related posts

Leave a Comment