মুক্তবার্তা ডেস্ক:শাহ আমানত সেতুর দক্ষিণ প্রান্তে টোল প্লাজার সামনে মর্মান্তিক দুর্ঘটনায় নারী ও শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন। চট্টগ্রামে কর্ণফুলি নদীর শাহ আমানত সেতুর টোল প্লাজায় দাঁড়িয়ে থাকা একটি অটোরিকশায় বাসের ধাক্কায় দুই শিশুসহ পাঁচজনের মৃত্যু হয়েছে।
নিহতদের মধ্যে এক দ¤পতি ও তাদের দুই সন্তান রয়েছেন। তারা হলেন- সোহেল ও তার স্ত্রী বিলকিস এবং তাদের দুই শিশু সন্তান শারমিন ও সাব্বির। নিহত অপরজন এই পরিবারকে বহনকারী অটোরিকশাচালক।
শনিবার মধ্যরাতে এ দুর্ঘটনা ঘটে বলে কর্ণফুলি থানার ওসি রফিকুল ইসলাম জানান।
তিনি বলেন, রাত ১২টার দিকে টোল প্লাজায় অপেক্ষারত সিএনজিচালিত একটি অটোরিকশাকে পিছন থেকে ধাক্কা দেয় একটি বাস। এতে ঘটনাস্থলেই অটোরিকশা আরোহী পাঁচজনের মৃত্যু হয়।
ওসি জানান, নগরীতে সোহেলের এক ভাইয়ের বাসায় দাওয়াত খেয়ে রাতে বাড়ি ফিরছিল এই পরিবার।