মুক্তবার্তা ডেস্ক:শাহরুখ খান, সালমান খান ও অক্ষয় কুমারকে পিছনে ফেলে এখন পর্যন্ত ২০১৭ সালের বলিউড শ্রেষ্ঠ অভিনেতার পদবী হৃত্বিক রোশনের দখলে।
দর্শকদের ভোটে ২০১৭ সালের প্রথম ছয় মাসেই শ্রেষ্ঠ অভিনেতার তকমাটা পান হৃত্বিক। সেরা সিনেমা থেকে সেরা অভিনেতা-অভিনেত্রী ও মিউজিক সম্পর্কে দর্শকদের মতামত যাচাই করা হয়।
দর্শকদের ভোট গণনা করে দেখা গেল দম্পতি ক্যাটাগরির বেশি ভোট পেয়েছেন হৃত্বিক। এই প্রতিযোগিতায় আরো রয়েছেন শাহরুখ খান, সালমান খান, অক্ষয় কুমার ও বরুন দেওয়ান।
‘কাবিল’ সিনেমায় অসাধারণ অভিনয়ে হৃত্বিক দর্শকদের হৃদয় জয় করেছেন। বছরের প্রথমার্ধে ভোট গণনায় ৪৮ শতাংশ ভোট পেয়ে এখনো শ্রেষ্ঠ অভিনেতা তিনি। ‘রইস’ সিনেমায় অভিনয় করে ৪৪ শতাংশ ভোট পেয়ে এই তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন বলিউড বাদশাহ খ্যাত শাহরুখ খান।
তৃতীয় স্থানে রয়েছেন সালমান খান (টিউবলাইট), চতুর্থ স্থানে অক্ষয় কুমার (জলি এলএলবি ২) ও পঞ্চম স্থানে বরুণ ধাওয়ান (বাদ্রিনাথ কি দুলহানিয়া)।