মুক্তবার্তা ডেস্ক:হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর প্যান্টের ভেতরে লুকিয়ে রাখা দু`টি স্বর্ণের বার জব্দ করেছে শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা। মাজু (৩৮) নামের ওই যাত্রীর বাড়ি ব্রাহ্মণবাড়িয়া সদর থানায়। দিনগত রাতে আবুধাবি থেকে আসা একটি ফ্ল্যাইটে তিনি ঢাকা আসেন।
শুল্ক গোয়েন্দার ডিজি ড. মইনুল খান এ তথ্য নিশ্চিত করে জানান, মাজুর শরীরের ভেতর থেকে দু`টি স্বর্ণের বার (২৩৩ গ্রাম) এবং তার ব্যাগ হতে আরও ২৫ গ্রাম স্বর্ণালঙ্কার জব্দ করে শুল্ক গোয়েন্দারা। জব্দ করা স্বর্ণের মূল্য প্রায় ১২ লক্ষ টাকা।