মুক্তবার্তা ডেস্ক:রাজধানী ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আমদানি নিষিদ্ধ ৭২৪ কার্টুন বিদেশি সিগারেট জব্দ করেছে শুল্ক বিভাগ।
আজ রোববার ভোরে তিন যাত্রীর কাছ থেকে এসব সিগারেট জব্দ করা হয়। জব্দকৃত সিগারেটের বাজারমূল্য প্রায় ১৯ লাখ টাকা।
শুল্ক বিভাগের একটি সূত্র জানায়,গতকাল শনিবার দিবাগত রাত সাড়ে তিনটার সময়ে যাত্রী আক্তার হোসেন ও ওমর ফারুক এয়ার এরাবিয়া জি-৯৫১৩ নম্বরের একটি ফ্লাইটে এবং অপর যাত্রী জামাল উদ্দিন কুয়ের এয়ারওয়েজের কেইউ ২৮৩ নম্বরের একটি ফ্লাইটে শাহজালালে অবতরণ করেন। গ্রীণ চ্যানেল অতিক্রম করার সময়ে শুল্ক বিভাগের একটি প্রিভেন্ট টিম এই যাত্রীদের ব্যাগ স্ক্যান করে। এ সময়ে তাদের ব্যাগে সিগারেটের অস্তিত্ব পাওয়া যায়। পরে তাদের ব্যাগ তল্লাশি করে ৭২৪ কার্টুন সিগারেট জব্দ করা হয়।