মুক্তবার্তা ডেস্ক:হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় ২৭ লাখ টাকা মূল্যের ৩৩৮ কার্টন আমদানি নিষিদ্ধ বিদেশি সিগারেট জব্দ করেছে শুল্ক গোয়েন্দা।
শনিবার সকালে সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে আসা মো. ফরহাদুল ইসলাম চৌধুরী নামে এক যাত্রীর কাছ থেকে যুক্তরাষ্ট্রের তৈরি ‘থ্রি জিরো থ্রি (৩০৩)’ ব্র্যান্ডের এসব সিগারেট জব্দ করা হয়।
ফরহাদুল চট্টগ্রামের ফটিকছড়ির বাসিন্দা। তিনি সকাল ৯টা ৫ মিনিটে দুবাই থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে (বিজি-০৫২) শাহজালাল বিমানবন্দরে অবতরণ করেন।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে শুল্ক গোয়েন্দা জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুল্ক গোয়েন্দার কর্মকর্তারা ব্যাগেজ বেল্টসহ গ্রিন চ্যানেলে বিশেষ নজরদারি বজায় রাখেন। ফরহাদুল ব্যাগেজ বেল্ট থেকে লাগেজ সংগ্রহ করে গ্রিন চ্যানেলের স্ক্যানিং ফাঁকি দিয়ে অতিক্রম করে দ্রুত চলে যাওয়ার সময় তার গতিরোধ করা হয়। পরে কাস্টমস হলে বিভিন্ন সংস্থার উপস্থিতিতে তার তিনটি লাগেজ খুলে ৩৩৮ কার্টন সিগারেট পাওয়া যায়।