মুক্তবার্তা ডেস্ক:হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আজও (সোমবার) সাড়ে তিন কেজি স্বর্ণসহ এক যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। আটক যাত্রীর নাম মুহাম্মদ আদম আলী (৪৫)। তিনি চট্টগ্রামের ফটিকছড়ির মুহাম্মদ আলীম উদ্দিন মন্ডলের ছেলে।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক (ডিজি) বলেন, ফ্লাইট বিজি০২২ মাসকাট হতে চট্টগ্রাম হয়ে ঢাকা আসে। বিমানের ফ্লাইটটি চট্টগ্রাম হয়ে ঢাকায় আসার পথে ডোমেস্টিক যাত্রী হিসেবে আদম আলী বিমানে উঠেন।
জিজ্ঞাসাবাদে আটক আদম আলী জানিয়েছেন, টাকার বিনিময়ে চট্টগ্রাম থেকে ঢাকা আসার পথে জনৈক রহমান বলে এক যাত্রী তার কাছে জব্দকৃত স্বর্ণ হস্তান্তর করে। পরে স্বর্ণের বারগুলো তার প্যান্টের বেল্ট বাঁধার স্থানে (পূর্ব থেকেই প্রস্তুত রাখা) বিশেষ জায়গায় লুকিয়ে রাখেন।
ডিজি বলেন, রহমানও একই বিমানের যাত্রী ছিল। তবে গোয়েন্দা তৎপরতা টের পেয়ে আগেই বিমানবন্দর ত্যাগ করেন। এ বিষয়ে আইনগত কার্যক্রম গ্রহণ করা হচ্ছে।
তিনি আরও জানান, আটক আদম আলী চট্টগ্রামের ফটিকছড়ির মুহাম্মদ আলীম উদ্দিন মন্ডলের ছেলে। তাকে গ্রেফতার দেখানো হয়েছে। একইসঙ্গে পালিয়ে যাওয়া রহমানকেও শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।