মুক্তবার্তা ডেস্ক: শেষ পর্যন্ত ভারতীয় কোচের মসনদ ফিরে পেয়েছেন রবি শাস্ত্রী। তা ভারতীয় দলের কোচ হিসেবে বছরে কত টাকা বেতন পেতে চলেছেন রবি শাস্ত্রী?
রাহুলদ দ্রাবিড়ের ইন্ডিয়া ‘এ’ ও অনূর্ধ্ব-১৯ দলের কোচ হিসেবে চুক্তি রয়েছে সাড়ে চার কোটির। দ্বিতীয় বছর সেটা বেড়ে হবে পাঁচ কোটি। ভারতীয় সিনিয়র দলের ওভারসিজ ব্যাটিং কনসালটেন্ট হিসেবে যোগ এই টাকার বাইরে চুক্তি হবে তার সঙ্গে। এর মধ্যেই অবশ্য জহির খানের ভাগ্য নিয়ে কিছুটা দোলাচলে রয়েছে বিসিসিআই। সেটা পুরোটাই সিদ্ধান্ত হবে, তিনি কখন সময় দিতে পারছেন তার উপর। ১০০ দিনে জহিরের চার কোটির দাবি নস্যাৎ করে দিয়েছে বোর্ড।