বেনাপোল (যশোর) প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার গোগা সীমান্ত থেকে বিপুল পরিমাণ নিন্মমানের ভারতীয় চা ও প্রসাধনী সামগ্রী আটক করেছে বিজিবি।
সোমবার দুপুরে এসব আটক করা হয় বলে জানান ২১ বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্নেল তারিকুল হাকিম।
তিনি জানান, চোরাচালানীরা গোগা সীমান্ত দিয়ে ভারতীয় চা ও প্রসধনী সামগ্রীর চালান নিয়ে সীমান্ত থেকে যশোরের দিকে যাচ্ছে- এমন ধরনের সংবাদে পেয়ে বিজিবি সদস্যরা সেখানে অভিযান চালায়। পরে সেখান থেকে ৭০০ কেজি নিন্মমানের চা, ১ হাজার ২৮ পিস বডি লোশান ও ৮০০ পিস কাজলসহ দুটি নছিমন জব্দ করেছে। পরে তাতে লুকিয়ে রাখা ৮০০ বোতল ফেনসিডিল পাওয়া যায়।
এ ব্যাপারে জয়নাল (২৮) ও ফয়সাল (৩২) নামে দুইজনকে পলাতক আসামি করে মামলা হয়েছে। আটক মালামালের মূল্য ৭ লাখ টাকা বলে বিজিবি জানায়। মালামাল বেনাপোল কাস্টমস গুদামে জমা দেয়া হয়েছে।