শাবিতে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে আহত ১৭

মুক্তবার্তা ডেস্ক:সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘অসৌজন্যমূলক’ আচরণের জেরে শাহপরান হলে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে ১৭ জন আহত হয়েছেন।

হল প্রভোস্ট শাহেদুল হোসাইন জানান, বুধবার রাত ১১টা থেকে ২টা পর্যন্ত হলের ভেতরে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান খান ও যুগ্ম সাধারণ সম্পাদক সাজেদুল ইসলাম সবুজের অনুসারীদের মধ্যে এ সংঘর্ষ হয়। তিনি বলেন, সংঘর্ষে উভয় পক্ষের মোট ১৭ জন আহত হন। তাদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

“সংঘর্ষের সূত্রপাত হয় হলের বাইরে ক্যাম্পাসের মূল ফটকে। পরে তা দুটি গ্রুপের মধ্যে ছড়ালে হলের মধ্যে থেমে থেমে সংঘর্ষ হয়।”
পরে জালালাবাদ থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে বলে তিনি জানান।

তবে কী নিয়ে সংঘর্ষ বাধে সে বিষয়ে প্রভোস্ট কিছু বলতে পারেননি। ছাত্রলীগ কর্মীরা বলেন, এক ছাত্রলীগকর্মী আরেক ছাত্রলীগকর্মীর সঙ্গে ‘অসৌজন্যমূলক’ আচরণ করলে দ্বন্দ্ব শুরু হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়। ছাত্রলীগনেতা সাজেদুল ইসলাম সবুজ বলছেন, “জুনিয়রদের মধ্যে ঝামেলা হওয়ায় আমরা তা সমাধানের জন্য রাতে বৈঠকে বসেছিলাম।

“এরই মধ্যে হঠাৎ ইমরান খানের অনুসারী জুয়েম এসে সব বৈদ্যুতিক বাতি বন্ধ করে আমাদের কর্মীদের ওপর হামলা চালান। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।”

আহতদের মধ্যে রয়েছেন, ছাত্রলীগকর্মী সুমন তালুকদার, নাহিদ, উজ্জ্বল, মনিরুজ্জামান, পিয়াস, মুনকির, জয়, ইয়ামিন, আপলু, শিহাব, মৃন্ময় দাস, শামসুল, জাহিদ, জুবায়ের, রূপক, মনোয়ার ও সীমান্ত।

Related posts

Leave a Comment