মুক্তবার্তা ডেস্ক: শাপলা মিডিয়া থেকে আগেই জানানো হয়েছিল, নির্মিত হবে ‘কথা দিয়ে কেউ কথা রাখে না’ শিরোনামের একটি ছবি। এই ছবির নায়ক হিসেবে শাকিবের নাম জানানো হলেও তার নায়িকা কে হবে সেটি নিশ্চিত ছিল না।
ঘুরে ফিরে অনেকেরই নাম আসছিল। এবার জানা গেল ‘কথা দিয়ে কেউ কথা রাখে না’ ছবিতে শাকিবের নায়িকা বুবলী।
ছবির প্রযোজক সেলিম খান খবরটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘এই ছবিতে শাকিব খানের নায়িকা হবে বুবলী। গতকাল মঙ্গলবার তার সঙ্গে কথা হয়েছে। বুবলী কাজ করতে সম্মতি জানিয়েছেন। কিছুদিন পর শাপলা মিডিয়ার বাকি ছবিগুলোর সঙ্গে এই ছবির মহরত করা হবে।’