মুক্তবার্তা ডেস্ক:মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে ৩০ লাখ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। আগামী তিন বছরের মধ্যে এই কাজ শেষ করতে চায় উদ্যোক্তা সংগঠন একাত্তরের ঘাতক দালাল নির্মুল কমিটি। তবে নির্ধারিত সময়ের আগেই গাছ রোপনের অভিযান শেষ হওয়ার আশা করছেন নেতারা।
এমন উদ্যোগ নেয়ায় রাষ্ট্রপতি নির্মুল কমিটিকে ধন্যবাদ জানিয়ে একাত্তরের শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়তে সবার প্রতি আহ্বান জানান। সেই সঙ্গে বাঙালির মুক্তি সংগ্রামের ইতিহাস চর্চা করে দেশপ্রেমিক হিসেবে গড়ে উঠতে সবার প্রতি আহ্বান জানান তিনি।
নির্মুল কমিটি জানায়, প্রতিজন শহীদের স্মরণে একটি করে গাছ লাগাবেন তারা। এর মাধ্যমে পৃথিবীতে তারা মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি সেনাবাহিনীর ৩০ লাখ মানুষকে হত্যার তথ্যটি বিশ্বে ছড়িয়ে দিতে চান।
নির্মুল কমিটি ছাড়াও এই কর্মসূচিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি সংস্থা ও সংগঠন এবং বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা অংশ নেবেন। বঙ্গভবনে উদ্বোধনের পর পর দেশের বিভিন্ন এলাকাতে এই কার্যক্রম শুরু হয়েছে বলেও জানিয়েছে নির্মুল কমিটি।
এই কর্মসূচিতে বিভিন্ন দেশের সরকার, রাজনৈতিক দল ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবী, পেশাজীবী, ছাত্র, শ্রমিক, কৃষকসহ সর্বস্তরের জনগণকে যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছে নির্মুল কমিটি।
একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সাধারণ সম্পাদক কাজী মুকুল এ বিষয়ে বলেন, ‘নতুন প্রজন্ম স্বাধীনতার সংগ্রামে শহীদদের দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার পাশাপাশি পরিবেশদূষণে বিপন্ন ধরিত্রীকে রক্ষার এই আন্দোলনে অংশ নেবে।’
বঙ্গভবনে বৃক্ষরোপণের এই অনুষ্ঠানে একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির নির্বাহী সভাপতি শাহরিয়ার কবির, ইতিহাসবিদ মুনতাসির মামুন, বাংলাদেশে ভারতের হাইকমিশনার হর্ষবর্ষন শ্রিংলা প্রমুখ উপস্থিত ছিলেন।