শহীদ শেখ ফজলুল হক মনির কবরে পুষ্পার্ঘ্য অর্পণ

বিশেষ প্রতিনিধি: মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, মুজিব বাহিনীর অধিনায়ক ও যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনির ৭৮তম জন্মবার্ষিকী আজ সোমবার। ১৯৩৯ সালে ৪ ডিসেম্বর টুঙ্গিপাড়ায় ঐতিহাসিক শেখ পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। তার পিতা মরহুম শেখ নূরুল হক বঙ্গবন্ধুর ভগ্নিপতি। মা শেখ আছিয়া বেগম বঙ্গবন্ধুর বড় বোন।
মুক্তিযুদ্ধ চলাকালে তিনি মুজিব বাহিনীর অধিনায়ক ছিলেন। বঙ্গবন্ধুর নির্দেশে ১৯৭২ সালে যুবলীগ প্রতিষ্ঠার মাধ্যমে এ দেশে যুব রাজনীতির সূচনা করেন। তিনি দৈনিক বাংলার বাণী, বাংলাদেশ টাইমস এবং বিনোদন পত্রিকা সাপ্তাহিক সিনেমার সম্পাদক ছিলেন।

১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুর পরিবারের সঙ্গে শেখ মনি ও তাঁর স্ত্রী বেগম আরজু মনিকেও নৃশংসভাবে হত্যা করে ঘাতকরা।

শেখ মনির জন্মবার্ষিকী উপলক্ষে আওয়ামী যুবলীগ দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে। বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের মধ্য দিয়ে কর্মসূচির শুরু। বনানী কবরস্থানে শেখ ফজলুল হক মনির কবরে পুষ্পার্ঘ্য অর্পণ ও ফাতেহা পাঠ করা হয়। এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী ও সাধারণ সম্পাদক হারুনুর রশীদ   এবং  তরুণ প্রজন্মের অহংকার তারুণের প্রতীক শেখ ফজলুল করিমের ছোট ছেলে বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রিও সদস্য ব্যারিস্টার শেখ ফজলে নাঈম  ও অন্যান্য অঙ্গসংগঠনের নেতা কর্মী বৃন্দ।
শহীদ শেখ ফজলুল হক মনির জন্মবার্ষিকী উপলক্ষে  ধানমণ্ডির কলাবাগান মাঠে শহীদ শেখ ফজলুল হক মনির ছেলে ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস এমপি  এক বিশাল অনুষ্ঠানের আয়োজন করেছেন এতে গণ্য মান্য ব্যাক্তিবর্গ, বুদ্ধিজীবীরা উপস্থিত ছিলেন  ।

Related posts

Leave a Comment