মুক্তবার্তা ডেস্ক: জেরুজালেমের সবচেয়ে স্পর্শকাতর জায়গা আল-আকসা মসজিদে বৃহস্পতিবার শত শত দখলদার ইহুদি প্রবেশ করেছেন। এদিন ইহুদিদের সুক্কত উৎসবের দিন ছিল। ফিলিস্তিনি বার্তা সংস্থার বরাতে এমন খবর দিয়েছে আনাদুলু। ইসলামের অন্যতম এই পবিত্র স্থানটির দেখভাল করার দায়িত্বে রয়েছে জর্ডান পরিচালিত ধর্মীয় ওয়াকফ কর্তৃপক্ষ। এক বিবৃতিতে বলা হয়েছে, বৃহস্পতিবার সকাল থেকেই ইসরাইলি পুলিশের সহায়তায় আল-আকসা মসজিদে প্রবেশ করেন পাঁচ শতাধিকের মতো কট্টরপন্থী ইহুদি দখলদার। বুধবারে আল-আকসায় নয় শতাধিকের বেশি দখল প্রবেশ করেছিলেন। ইহুদিদের সপ্তাহব্যাপী উৎসব হচ্ছে সুক্কত। রোববার সন্ধ্যায় এ উৎসব শুরু হয়ে পরবর্তী এক সপ্তাহ চলে। মুসলমানদের তৃতীয় পবিত্র স্থান আল-আকসা। ইহুদিরা তাদের অংশকে টেম্পল মাউন্ট বলে দাবি করেন। তাদের মতে, প্রাচীন আমলে এখানে তাদের দুটি মন্দির ছিল।
শত শত কট্টরপন্থী ইহুদি আল-আকসায় ঢুকে পড়েছেন
