শতাধিক যাত্রী নিয়ে বুড়িগঙ্গায় ট্রলারডুবি, উদ্ধারকাজ চলছে

মুক্তবার্তা ডেস্ক:বুড়িগঙ্গায় বালুবাহী জাহাজের ধাক্কায় ১০০ যাত্রী নিয়ে একটি ট্রলার ডুবে গেছে। তবে প্রাণহানির ব্যাপারে এখনো কোনো নিশ্চিত তথ্য দিতে পারেনি উদ্ধারকারী দল। যাত্রীদের মধ্যে একজন কিশোরী নিখোঁজ হওয়ার তথ্য রয়েছে পুলিশের কাছে।

সোমবার দিবাগত রাত সোয়া ১টার দিকে বুড়িগঙ্গা নদীর ইস্পাহানী ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

রাত থেকে ডুবে যাওয়া ট্রলার ও নিখোঁজদের উদ্ধারে কাজ করছেন ফায়ার সার্ভিস ও নৌবাহিনীর ডুবরি দল।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) সাখাওয়াত হোসেন আজ মঙ্গলবার বলেন, গতকাল দিবাগত রাত ১টার দিকে ১০০ যাত্রী নিয়ে ট্রলার ডুবির খবর পেয়ে পুলিশসহ উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে। রাত থেকে ফায়ার সার্ভিস, নৌবাহিনীর ডুবুরি ও নৌ পুলিশ উদ্ধার কাজ করছে। এখন পর্যন্ত চৈতি নামে ১৭ বছরের এক কিশোরীর নিখোঁজ থাকার তথ্য পাওয়া গেছে। ট্রলারটি এখনো উদ্ধার করা সম্ভব হয়নি।

ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মো. মিজানুর রহমান জানান, মঙ্গলবার সকাল ৭টা ৫০ মিনিটে ডুবে যাওয়া ট্রলারটি শনাক্ত করেছে ফায়ার সার্ভিস কর্মীরা। সেটি উদ্ধারে তৎপরতা অব্যহত আছে। খুব শিগগিরই ট্রলারটি উদ্ধার করা যাবে বলে আশা করা যাচ্ছে।

Related posts

Leave a Comment