লড়াকু ফিফটি মাহমুদউল্লাহর

মুক্তবার্তা ডেস্ক: নিজের ১৪তম ফিফটি তুলে নিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। ১০৭ বলে ১০ চারের সাহায্যে ফিফটি পূর্ণ করেছেন রিয়াদ। দক্ষিণ আফ্রিকার মাটিতে এটাই তার প্রথম অর্ধশতক। এর আগে প্রোটিয়াদের বিপক্ষে তিন টেস্ট খেলা মাহমুদউল্লাহর নামের পাশে আছে এক ফিফটি। যেটা ঘরের মাঠে করেছিলেন এই টাইগার তারকা।

এর আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট ক্রিকেটে নিজের ১২তম ফিফটি করেছেন মুমিনুল হক। পচেফস্ট্রুম টেস্টের তৃতীয় দিনে ১১২ বলে ৯টি চারের সাহায্যে ফিফটি পূর্ণ করেন মুমিনুল। গড়েছেন নতুন রেকর্ডও। দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্টে এর আগে কোনো বাংলাদেশি ব্যাটসম্যানের ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংস ছিল ৭১ রান।

আজ সেটা টপকে গেলেন মুমিনুল। ২৮ রান নিয়ে দিন শুরু করা এই বাঁহাতি ব্যাটসম্যান ৭৭ রান নিয়ে আউট হয়েছেন। তার আউটে ভাঙল ৬৯ রানের জুটি। চলমান টেস্টে যেটা এখন পর্যন্ত বাংলাদেশ ইনিংসে সেরা পার্টনারশিপ।

তামিম-মুমিনুল জুটিতে দ্বিতীয় দিন শেষ করেছিল টিম বাংলাদেশ। তৃতীয় দিন এই বন্ধন খুব বেশিক্ষণ টেকেনি। স্কোরবোর্ডে মাত্র ৫ রান জমা পড়তেই ফিরে যান তামিম। ছিন্ন হয় ৫৫ রানের জুটি।

দক্ষিণ আফ্রিকার পাহাড়সম রানের বিপরীতে ব্যাট হাতে নেমে শুরুতেই আছাড় খান দুই ওপেনার। ইমরুল ৭ রানে আর লিটন ফিরলেন ২৫ রান করে। টপাটপ দুই ব্যাটসম্যানকে হারিয়ে খানিকটা চাপে টিম বাংলাদেশ। দ্বিতীয় উইকেটে কাঁধে কাঁধ মিলিয়ে শুরুর ধাক্কা সামলানো চেষ্টা চালান মুশফিক-মুমিনুল।

কিন্তু ব্যক্তিগত ৪৪ রানের মাথায় মুশিকে সাজঘরে পাঠিয়ে ৬৭ রানের জুটি চুরমার করে দেন কেশব মহারাজ। মুশফিক আউট হলেও অন্য প্রান্তে নিজের সহজাত ব্যাটিং করে যান মুমিনুল হক। তাকে কিছুক্ষণ সঙ্গ দেন তামিম ইকবাল। ৩৯ করে তামিম আউট হলে ভাঙে ৫৫ রানের জুটিও।

Related posts

Leave a Comment