‘লড়াইয়ের ধারা অব্যাহত রাখতে হবে, আমাদের জয় আসবেই’

মুক্তবার্তা ডেস্ক:চলতি চ্যাম্পিয়নস ট্রফির গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে শক্তিশালী নিউজিল্যান্ডের বিপক্ষে অবিশ্বাস্য জয় পাওয়ায় বাংলাদেশ ক্রিকেট দলে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘লড়াই করে জেতার আনন্দই আলাদা। এমন লড়াইয়ের ধারাবাহিকতা অব্যাহত রাখতে হবে। আমাদের জয় আসবেই।’

সাকিব আল হাসান এবং মাহমুদউল্লাহর কাঁধে ভর করেই নিউজিল্যান্ডের বিপক্ষে ৫ উইকেটে অবিশ্বাস্য জয় পায় মাশরাফি বাহিনী। পাশাপাশি রেকর্ডের খাতায় নাম লেখালেন সাকিব-রিয়াদ। এর আগে যেকোনো উইকেটে বাংলাদেশের সর্বোচ্চ ছিল ১৭৮ রান। ২০১৫ সালে পাকিস্তানের বিপক্ষে তামিম ইকবাল এবং মুশফিকুর রহিম তৃতীয় উইকেটে ওই সংগ্রহ গড়েছিলেন।

কালকের ম্যাচে শুরুর দিকে চার উইকেট হারিয়ে বিপাকে পড়া বাংলাদেশকে জয়ের পথ দেখান সাকিব-মাহমুদউল্লাহ। সাকিব-মাহমুদউল্লাহর জুটি থেকে টাইগারদের স্কোরবোর্ডে জমা পড়ে ২২৪ রান। ১১৪ করে ফিরে যান সাকিব আর ১০২ রান করে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন রিয়াদ।

Related posts

Leave a Comment