লালমনিরহাট প্রতিনিধিঃ বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতা-২০১৮ উপলক্ষে লালমনিরহাটে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের আয়োজনে র্যালিটি বের হয়ে শহর প্রদক্ষিণ করে।
এতে লালমনিরহাট-কুড়িগ্রাম সংরক্ষিত নারী আসনের সাংসদ অ্যাডভোকেট সফুরা বেগম রূমী, জেলা ক্রীড়া সংস্থার সভাপতি জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফ, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মতিয়ার রহমান, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি পুলিশ সুপার এস এম রশিদুল হক, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভানেত্রী মোহসেনা বেগম মিনা, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ইউনুস হোসেন, সদস্য আলী হাসান নয়নসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়।
এ প্রতিযোগিতায় বাংলাদেশের জাতীয় ফুটবল দলসহ প্যালেস্টাইন, ফিলিপাইন, লাওস, নেপাল ও তাজিকিস্তান দেশের জাতীয় দল অংশ নেবে। আগামী ১ অক্টোবর থেকে খেলা শুরু হবে।