লালমনিরহাটে গৃহবধূর লাশ উদ্ধার

মুক্তবার্তা ডেস্ক: লালমনিরহাট-রংপুর মহাসড়কের এয়ারপোর্ট এলাকা থেকে মঙ্গলবার সকালে অনামিকা রায় নিরমা নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। এসময় ওই গৃহবধূর লাশের পাশ থেকে স্বামীকে অচেতন অবস্থায় উদ্ধার করে লালমনিরহাট সদর হাপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতের স্বামীর বাড়ি সদর উপজেলার হারাটি ইউনিয়নের হিরামানিক গ্রামে ও বাবার বাড়ি শহরের স্টোরপাড়া এলাকায়।

নিহতের বাবা নিমাই চন্দ্র রায় অভিযোগ করেন, পাঁচ মাস আগে হারাটি ইউনিয়নের হিরামানিক গ্রামের মনি চন্দ্র রায়ের ছেলে জয় চন্দ্র রায়ের সঙ্গে নিরমার হয়। বিয়ের পর থেকে যৌতুকের জন্য স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন নিরমাকে নির্যাতন করত।

লালমনিরহাট সদর থানার ওসি (তদন্ত) উত্তম কুমার মন্ডল লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানান, লাশের ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।

Related posts

Leave a Comment