মুক্তবার্তা ডেস্ক:ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে কর্মকর্তাদের নিজস্ব উদ্যোগে পেশাগত দক্ষতা উন্নয়ন ও জ্ঞানার্জনের লক্ষ্যে সম্প্রতি ডিজিটাল লার্নিং ক্যাম্পেইন ‘কিন আপ’ চালু করেছে রবি। ক্যাম্পেইনের আওতায় ‘Lynda.com’ থেকে বিভিন্ন ভিডিও কন্টেন্টের মাধ্যমে নিজেদের সমৃদ্ধ করার সুযোগ পাবেন রবি কর্মকর্তারা।
পরবর্তী প্রজন্মের ডিজিটাল কোম্পানি হওয়ার লক্ষ্যে নেয়া বিভিন্ন পদক্ষেপের অংশ হিসেবে রবিতেই প্রথম এই ক্যাম্পেইনটি চালু করল অপারেটরটির মূল কোম্পানি আজিয়াটা।
রবি কর্পোরেট অফিসে এক উৎসবমুখর পরিবেশে কোম্পানির চিফ কর্পোরেট অ্যান্ড পিপল অফিসার মতিউল ইসলাম নওশাদ ক্যাম্পেইনটির উদ্বোধন করেন। এসময় নিজ নিজ পেশাগত উন্নয়নে এই প্লাটফর্মটি কাজে লাগানোর আহ্বান জানান তিনি। এছাড়া ডিজিটার যুগের সাথে তাল মিলিয়ে ‘চলতে চলতে শেখার’ ওপর গুরুত্বারোপ করেন সিসিপিও।
রবির ট্যালেন্ট অ্যান্ড ডেভেলপমেন্টের ভাইস প্রেসিডেন্ট শারমিন সুলতানের টিম ক্যাম্পোইনটির উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করেন।
ডিজিটাল প্লাটফর্মের প্রতি রবির একান্ত আগ্রহের দিকে লক্ষ্য রেখে অপারেটরটির মূল কোম্পানি আজিয়াটা ক্যাম্পেইনটি চালু করার জন্য রবিকেই বেছে নিয়েছে।
এর মাধ্যমে রবির কর্মীরা তাদের পেশাগত দক্ষতা উন্নয়নের সুযোগ পাবেন। এছাড়া পেশাগত উন্নয়নের পাশাপাশি কর্মকর্তারা তাদের ব্যক্তিগত পছন্দের বিষয়গুলো সম্পর্কেও জানতে পারবেন।