লারা স্টেডিয়ামের উদ্বোধনী ম্যাচে খেলবেন ইমরান-রানাতুঙ্গা

মুক্তবার্তা ডেস্ক: ব্রায়ান লারা স্টেডিয়ামের উদ্বোধনী ম্যাচে বিশ্ব একাদশের হয়ে খেলবেন দুই বিশ্বকাপজয়ী অধিনায়ক; পাকিস্তানের ইমরান খান ও শ্রীলঙ্কার অর্জুনা রানাতুঙ্গা। রয়েছেন বিশ্বকাপে ছয় বলে ছয় ছক্কা হাঁকানো হারশেল গিবসও। কার্টলি অ্যামব্রোসের মতো কিংবদন্তি ক্রিকেটারও লড়বেন বিশ্ব একাদশের হয়ে।

লারা একাদশের হয়ে যারা লড়বেন, তাদের মধ্যে রয়েছেন দিনেশ রামদিন, এভিন লুইস, কেভিন কুপার, জেসন মোহাম্মদ, রিয়াদ এমরিত, ডোয়াইন ব্রাভো। যাদের অধিকাংশই বর্তমানে বিভিন্ন লিগ ও ওয়েস্ট ইন্ডিজ জাতীয় দলের হয়ে খেলছেন।

লারা একাদশ (সম্ভাব্য) : ব্রায়ান লারা, মারভিন দিলন, দিনেশ রামদিন, এভিন লুইস, কেভিন কুপার, জেসন মোহাম্মদ, রিয়াদ এমরিত, ডোয়াইন ব্রাভো, কারস্টন ক্যালিচারান, টিওন ওয়েবস্টার, দিনানাথ রামনারায়ন।

বিশ্ব একাদশ (সম্ভাব্য) : হারশেল গিবস, ডেভন মালকম, গোল্ডস্টোন স্মল, অর্জুনা রানাতুঙ্গা, জনসন চার্লস, আন্দ্রে ফ্লেচার, রামনেশ সারওয়ান, ইমরান খান, কার্টলি অ্যামব্রোস, রিচার্ড পাওয়েল ও কোর্টনি ব্রাউন।

Related posts

Leave a Comment