অলনিউজ ডেস্ক:তরুণদের প্রয়োজনীয় যাবতীয় সুযোগ অন্বেষণের জন্য অনলাইন নেটওয়ার্ক ‘ইয়ুথ অপারচুনিটিস’| তরুণদের জন্য উন্মুক্ত এ প্ল্যাটফর্ম এখন একই নামে একটি অ্যাপ নিয়ে এসেছে।
বুধবার ‘ইয়ুথ অপরচুনিটি’ নামে এ অ্যাপ উদ্বোধন করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। রাজধানীর কারওয়ান বাজারে টেকনোলোজি পার্কে একটি অনুষ্ঠানে এ মোবাইল অ্যাপ উদ্বোধন করেন তিনি।
উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী বলেন, এটি গর্ব করার মতো বিষয় যে, ইয়ুথ অপরচুনিটিস শুধু বাংলাদেশের নয়, বিশ্বের লাখো তরুণদের জন্য একটি উন্মুক্ত প্ল্যাটফর্ম। আর এই উদ্যোগকে আরও বিস্তৃতভাবে ছড়িয়ে দিতে মোবাইল অ্যাপটি অর্থবহ ভূমিকা পালন করবে। ডিজিটাল তথ্য জানানোর জন্য এই অ্যাপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর ফলে দেশের তরুণরা বিশ্বের অনেক নামি প্রতিষ্ঠানের ডাটা প্রতিনিয়ত পাবেন।
তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশ গঠনের লক্ষ্যে তথ্য ও প্রযুক্তি বিভাগ এ ধরনের উদ্যোগকে সবসময় সহায়তা প্রদান করে এসেছে, যেন তরুণরা ডিজিটাল সার্ভিস এবং প্রোডাক্টে নতুন পরিবর্তন আনার সুযোগ পায়।