মুক্তবার্তা ডেস্ক:লন্ডনে আবারও সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। দুই সপ্তাহের মধ্যে দ্বিতীয়বারের মতো জঙ্গি হামলার শিকার হলো যুক্তরাজ্য। ম্যানচেস্টার-এর পর এবার জঙ্গি হামলার শিকার রাজধানী লন্ডন। এতে ছয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ২০ জন। পুলিশের পাল্টা গুলিতে সন্দেহভাজন তিন সন্ত্রাসী নিহত হয়েছে। সে দেশের প্রভাবশালী দৈনিক দ্য গার্ডিয়ান খবরটি নিশ্চিত করেছে।
শনিবার স্থানীয় সময় রাত ১০টার দিকে এ হামলার ঘটনা ঘটে। হামলায় ছয়জন নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে পুলিশ।
স্থানীয়দের বরাত দিয়ে বিবিসি জানায়, সাদা একটি গাড়ি রাস্তা ছেড়ে লন্ডন ব্রিজের ফুটপাতে উঠে পড়ে এবং পথচারীদের চাপা দেয়। হামলার সময় সেতুটিতে ছিলেন বিবিসির সাংবাদিক হলি জোন্স। তিনি জানান, একজন পুরুষ ঘণ্টায় প্রায় ৫০ কিলোমিটার গতিতে গাড়ি চালিয়ে ব্রিজের ফুটপাতে পথচারীদের ওপর উঠে পড়ে। দুই হামলাকারী পুলিশের গুলিতে নিহত হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান। এখনও পালিয়ে রয়েছে তিনজন হামলাকারী। এছাড়া কাছেই বরো মার্কেটে তিনটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছেন দ্য টেলিগ্রাফের সাংবাদিক হ্যারি ইয়র্কে।
লন্ডন অ্যাস্বুল্যান্স সার্ভিস জানিয়েছে আহত অন্তত ৩০ জনকে হাসপাতাল নেওয়া হয়েছে। এ ছাড়া ঘটনাস্থলে আরো কয়েকজন আহতকে চিকিৎসা দেওয়া হয়েছে যাদের আঘাত গুরুতর নয়।
ব্রিটিশ ট্রান্সপোর্ট পুলিশ জানিয়েছে, তাদের এক কর্মকর্তা হামলাকারীদের বাধা দিতে গিয়ে ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন।
ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে এই হামলাকে ‘ভয়ঙ্কর ঘটনা’ হিসেবে বর্ণনা করেছেন। তিনি তার নির্বাচনী প্রচার স্থগিত রেখে নিরাপত্তাবিষয়ক কোবরা কমিটির সঙ্গে জরুরি বৈঠকে বসছেন।
লন্ডন মহানগর পুলিশ জানিয়েছেন, তারা লন্ডন ব্রিজ ও বারা মার্কেটের ঘটনাকে ‘সন্ত্রাসী হামলা হিসেবে বিবেচনা করছে। লন্ডনের মেয়র সাদিক খান স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের সবাইকে শান্ত ও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।
এ ঘটনার পর লন্ডন ব্রিজ রেলওয়ে স্টেশন বন্ধ করে দেওয়া হয়েছে।