লন্ডনের মেয়র সাদিকের সমালোচনা করলেন ট্রাম্পপুত্র

মুক্তবার্তা ডেস্ক:লন্ডনে পার্লামেন্টের বাইরে সন্ত্রাসী হামলার ঘটনায় মেয়র সাদিক খানের সমালোচনায় মুখর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছেলে।

নিজের টুইটারে সাদিক খানকে ব্যঙ্গ করে জুনিয়র ট্রাম্প লেখেন, ‘আপনি কি মজা করছেন? এর পর সাদিক খানের বক্তব্যের একটি অংশ তুলে ধরে জুনিয়র ট্রাম্প লেখেন, ‘একটি বড় শহরে সন্ত্রাসী হামলা বসবাসেরই অংশ: সাদিক খান’।

বিবিসি অনলাইনের খবরে জানানো হয়, গত বছর যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ও আশপাশের কয়েকটি স্থানে বোমা বিস্ফোরণের ঘটনার পর নিউইয়র্কের মেয়র বিল ব্লাসিওর সঙ্গে কথা বলেছিলেন লন্ডনের মেয়র সাদিক খান।

তখন তিনি বলেন, নিউইয়র্ক-লন্ডনের মতো বড় বড় শহরে সন্ত্রাসী হামলার মতো ঘটনা ঘটা অস্বাভাবিক না, এটা বরং এখানকার শহরের জীবনের অবিচ্ছেদ্য অংশ। তাই এতে ভয় না পেয়ে পুলিশের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে সম্মিলিতভাবে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে।

খবরটি ইনডিপেনডেন্টসহ নানা গণমাধ্যমে প্রচারিত হয়েছিল। এর জবাবেই খোঁচা দেন ট্রাম্প পুত্র।

উল্লেখ্য যুক্তরাজ্যের পার্লামেন্টের বাইরে সন্ত্রাসী হামলায় এ পর্যন্ত পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ৪০ জন। গতকাল এ হামলার দায় স্বীকার করেছে জঙ্গি সংগঠন আইএস।

Related posts

Leave a Comment