মুক্তবার্তা ডেস্ক:বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ও সাবেক প্রধান বিচারপতি লতিফুর রহমানের নিরপেক্ষতা ও প্রশাসনিক দক্ষতা ছিল অতুলনীয়। তার মৃত্যুতে জাতির জন্য অপূরণীয় ক্ষতি হয়ে গেছে্।
মঙ্গলবার লতিফুর রহমানের মৃত্যুতে গণমাধ্যমে পাঠানো শোকবার্তায় তিনি এসব কথা বলেন।
খালেদা জিয়া বলেন, তার মৃত্যুতে দেশবাসীর মতো আমিও মরহুম লতিফুর রহমানের মৃত্যুতে গভীরভাবে শোকাহত হয়েছি।
খালেদা জিয়া শোক বার্তায় লতিফুর রহমানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকাহত পরিবার, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।