মুক্তবার্তা ডেস্ক: বাংলাদেশের কাছে প্রথম টেস্টে হেরে বসায় চাপে রয়েছে স্টিভেন স্মিথের দল। বাংলাদেশের বিপক্ষে ঢাকা টেস্টে ২০ রানে হার মেনেছে অস্ট্রেলিয়া। সেই চাপ থেকে মুক্তি পেতে পথ একটাই, দ্বিতীয় টেস্টে জয় তুলে নেওয়া। যেহেতু অস্ট্রেলিয়ার সামনে এখন সিরিজ জয়ের সুযোগ নেই। তাই তারা দ্বিতীয় টেস্টকে পাখির চোখ করেছে। সেটা জিতে সিরিজে সমতা ফেরাতে চায়। চায় লজ্জার হাত থেকে বাঁচতে।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে স্টিভেন স্মিথ বলেন, ‘আমরা আসলে আমাদের ভুল থেকে শিক্ষা নিতে পারিনি। প্রথম ইনিংসে আমরা যে ভুলগুলো করেছি দ্বিতীয় ইনিংসেও সেগুলো করেছি। আমরা আসলে চাপে আছি। ২ ম্যাচ টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে গেলে ব্যাপারটা তো চাপেরই। যেহেতু এখান থেকে সিরিজ জেতার সুযোগ নেই, তাই আমরা পরের টেস্টটি জিতে সিরিজে সমতা আনতে চাই। আমাদের মনোযোগ থাকবে সেদিকেই।’