মুক্তবার্তা ডেস্ক:আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির তৃতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ধীর গতিতে বোলিং করার জন্য দুই ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন শ্রীলঙ্কান অধিনায়ক উপুল থারাঙ্গা।
এতে চলতি আসরের গ্রুপ পর্বের ম্যাচগুলো খেলা হবে না এই তারকা ব্যাটসম্যানের। প্রথম ইনিংসের জন্য নির্ধারিত সময় শেষেও চার ওভার বল করার বাকি ছিল। এ কারণে ম্যাচ শেষে থারাঙ্গার উপর দুই ম্যাচের নিষেধাজ্ঞা প্রয়োগ করেন আইসিসির ম্যাচ রেফারিদের এলিট প্যানেলের সদস্য ডেভিড বুন।
আইসিসির এই সিদ্ধান্ত একবাক্যেই মেনে নেন থারাঙ্গা। এজন্য তাকে কারণ দর্শাতে হয়নি।