র‍্যানসমওয়্যার থেকে মুক্তির পন্থা আবিষ্কার!

মুক্তবার্তা ডেস্ক:সারা পৃথিবীতে লাখ লাখ কম্পিউটার ওয়ানাক্রাই নামের শক্তিশালী এক র‌্যানসামওয়্যার আক্রান্ত করেছে। এটি মূলত কম্পিউটারকে পণবন্দী করার ভাইরাস। এবার এই ভাইরাস থেকে মুক্তির নতুন আশারবাণী শোনালেন ফ্রান্সের একদল বিশেষজ্ঞ৷ গবেষণা দিয়ে তারা আবিষ্কার করে ফেলেছে ওয়ানাক্রাই ম্যালওয়্যারের হাত থেকে মাইক্রোসফট ফাইল গুলিতে বাঁচানোর শেষ পথ৷ যাতে দিতে হবে না কোনও মুক্তিপণ৷

এই গবেষকদের নয়া আবিষ্কার সম্প্রতি পরীক্ষা করেছেন ইউরোপিয়ান সাইবার সেন্টারের বিশেষজ্ঞারা৷  তারা জানিয়েছেন, ম্যালওয়্যারের হ্যাক করা তথ্য উদ্ধার করতে সক্ষম নয়া আবিষ্কার৷ গবেষকদের দলে রয়েছেন আন্তর্জাতিক ভাবে প্রসিদ্ধ হ্যাকার মাথেয়ি সুইচ৷ বিশেষজ্ঞরা জানিয়েছেন, যত দ্রুত সম্ভব এই ম্যালওয়্যারের হাত থেকে রক্ষা করতে হবে সমস্ত তথ্য৷ নইলে যত দিন যাবে তা আরও বড় আকার ধারণ করবে৷

গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছে ব্রিটেনের এনএইচএস হ্যাকিং ম্যালওয়্যার৷ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ইউরোপ, এশিয়ার একাধিক কোম্পানি৷ এই ভাইরাসের ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে কম্পিউটার, ল্যাপটপে থাকা ফাইল গুলি৷ মুক্তিপণ না দিলে খোলা যাচ্ছে না সেই ফাইল৷ প্রথম এই ভাইরাসের অ্যাটাক হয় ব্রিটেনের ন্যাশানল হেলথ সার্ভিসের সিস্টেমে৷ রিপোর্টে থেকে জানা গিয়েছে, Wanna Decryptor নামের ম্যালওয়্যারটি সাধারণত সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞরা ব্যবহার করতেন সপ্তাহ খানেক ধরে৷ তবে যা ছড়িয়ে পরছে তা এই ম্যালওয়্যারের আপডেটেড ভার্সন৷

Related posts

Leave a Comment