রৌমারীতে ভারতীয়সহ আটক ১

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের রৌমারীতে ভারতীয়সহ শাহিন আলম ওরফে সাদা (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে রৌমারী থানা পুলিশ।

রোববার ২৬মার্চ সন্ধ্যা ৬টার দিকে রৌমারী সার্কেল সহকারী পুলিশ সুপার (এএসপি) সিরাজুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার সদর ইউনিয়নের সীমান্ত এলাকার নওদাপাড়া গ্রামে শাহিন আলমের নিজ ঘরে অভিযান চালিয়ে তাকে ৫০ বোতল ভারতীয় মদসহ আটক করে।

রৌমারী থানার উপ-পরিদর্শক(এসআই) আব্দুল লতিফ সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যায় শাহিন আলমের বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় তার থাকার ঘরে তল্লাশী চালিয়ে ৫০ বোতল ভারতীয় অফিসার্স চয়েজ জব্দ করা হয়। দীর্ঘদিন ধরে সে মাদক ব্যবসা করে আসছিল। শাহিন আলম ওরফে সাদা সদর ইউনিয়নের নওদাপাড়া গ্রামের মোকছেদ আলীর ছেলে।

রৌমারী থানার পুলিশ পরিদর্শক এবিএম সাজেদুল ইসলাম সাংবাদিকদের জানান, এ ঘটনায় মাদক দ্রব্যনিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

Related posts

Leave a Comment